শুরুটা ২০১৭ সালে , একজন তরুণের হার না মানার গল্প । যার নিজের উদ্যোক্তা হওয়ার পথের বাঁধা অতিক্রম করেএগিয়ে যাওয়ার একটু আলাদা। সব উদ্যোক্তার জীবন কঠিন সময়ের মধ্যে যায় তবে এই মানুষ টি নিজের কথা সুধু ভাবেন নি ভেবেছেন নিজের জন্মস্থান চট্টগ্রামের উদ্দক্তাদের কথা , গড়ে তুলেছেন ‘স্টার্টআপ চট্টগ্রাম’ শুধু আশা দিয়ে নয় ,একজন উদ্যোক্তা যেন শুরু থেকে নিজের পায় দাঁড়াতে পারে তাই প্রয়োজনীয় সকল সুবিধা নিয়ে ভরসা দিয়ে সাফল করেছেন চট্টগ্রামের একঝাক স্বপ্নবাজ তরুনকে । কোন প্রাপ্তির আশা ছিল না শুধু ছিল নিজের উপর হওয়া কষ্ঠ আর ঠেকে শেখা অভিজ্ঞতা থেকে নতুন দের পথ দেখানো ।কিন্তু নিয়তি ভাল কাজ কে কখনো হারতে দেয় না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আই ছি টি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর উদ্যোগে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই যুব সমাজকে উৎসাহিত করতে গত কয়েক বছরের মতো এবারো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি দিলো ৩০ সংগঠনকে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ এর মাধ্যমে। দীর্ঘ দিনের পথচলায় ‘স্টার্টআপ চট্টগ্রাম’ পেলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ এর সন্মান । গল্পের পেছনের সেই মানুষটি চট্টগ্রামের ছেলে ‘আরাফাতুল ইসলাম আকিব’।অনেক অনেক শুভকামনা স্টার্টআপ চট্টগ্রাম ও পুরো টিমের জন্য যাদের পরিশ্রম বিশ্বাস আজ তাদের পুরো চট্টগ্রামের জন্য এই সন্মান নিয়ে এসেছে । এগিয়ে যাক ভাল কাজ, এগিয়ে যাক বাংলাদেশ ।

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply